বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে শিয়ালদহ স্টেশন চিহ্নিত করার দাবি

News Sundarban.com :
নভেম্বর ২১, ২০১৭
news-image

বিপ্লবী বিনায়ক দামোদর সাভাকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভারতের হিন্দু জাতীয়তাবাদের আন্দোলনের দ্রষ্টা বলে অভিহিতকরেন। দিল্লি পুরসভা সর্বোচ্চ ভবনটি চিহ্নিত করেছে শ্যামাপ্রসাদের নাম৷ রাজধানীতে তাঁর নমে রাস্তাও আছে৷ আহমেদাবাদে তাঁর নামে আছে সেতু, মুম্বাইতে রেলজাংশন, বাঙ্গালুরুতে ফ্লাইওভার, গোয়ায় আধুনিক স্টেডিয়াম৷ আছে তাঁর নামে কেন্দ্রীয় সরকারের ফেলোশিপ৷ এ বার শিয়ালদহ স্টেশনের নাম এ বারমানবাধিকারকর্মী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় টার্মিনাস করার দাবি উঠল৷
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সার্থক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই দাবি জানানো হয়েছে৷ তেমনই, মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়কেও আহ্বান করা হয়েছে, যাতে তিনিও শিয়ালদহ স্টেশনের নাম বদলের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখেন৷ ‘হিন্দু সংহিত’-র তরফে অভিযোগ করাহয়েছে, জন্মস্থান পশ্চিমবঙ্গেই অবহেলিত শ্যামাপ্রসাদ।