রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তীতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ জখম ২

News Sundarban.com :
জুন ৩০, ২০২৩
news-image

বিশ্লেষণ মজুমদার, বাসন্তী – তৃণমূল- সিপিএম সংঘর্ষে গুরুতর জখম হলেন দুজন। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বাসন্তী থানার ভরতগড় গ্রামপঞ্চায়েতের ভরতগড় বাজার সংলগ্ন ৭ নম্বর গরাণবোস এলাকায়।জখম হয়েছে শাসকদলের আমিরুল সেখ ও সিপিএম এর জলিল সেখ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দুপুরে নির্বাচনী প্রচারের সময় দুদলের মধ্যে সংঘর্ষ হয়।স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবী, ভরতগড় বাজার সংলগ্ন ৭ নম্বর গরাণবোস এলাকার বিভিন্ন জায়গায় তৃণমুলের পতাকা লাগানো ছিল।অভিযোগ সেই সমস্ত পতাকা খুলে ছিঁড়ে ফেলে সিপিএমের লোকজন। তৃনমূল কর্মীরা প্রতিবাদ করলে তাদের কে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম হয় আমিরুল সেখ নামে এক কর্মী সমর্থক।ঘটনার বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিপিএমের ব্লক কৃষক সভার নেতা জলিল সেখ।তাঁর দাবী,আমরা নির্বাচনী প্রচার করছিলাম। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বাধা দেয়। মারধর করে।ঘটনার বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে উভয় পক্ষের কাছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় রয়েছে উত্তেজনা।