বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তামিলনাড়ু সরকার নির্দেশ দিল স্টারলাইট কারখানা পাকাপাকিভাবে বন্ধের

News Sundarban.com :
মে ২৮, ২০১৮
news-image

স্টারলাইট কারখানা পাকাপাকিভাবে বন্ধের নির্দেশ দিল তামিলনাড়ু প্রশাসনের। গত ২২ মে দূষণের অভিযোগে বেদান্ত গোষ্ঠীর ওই কারখানা বন্ধের দাবিতে হয় বিক্ষোভ। রণক্ষেত্র হয়ে ওঠে তামিলনাড়ুর তুতিকোরিন। পুলিশের গুলি ও সংঘর্ষে মারা যান ১৩ জন। এরপর, তামিলনাড়ু প্রশাসনকে কারখানা বন্ধ করার সুপারিশ করে সেরাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এদিন, পর্ষদের সেই সুপারিশকে অনুমোদন করেছে তামিলনাড়ু প্রশাসন। নির্দেশনামায় বলা হয়েছে, পাকাপাকিভাবে ওই কারখানা সিল করে দিতে। নির্দেশিকায় বলা হয়েছে, ১৯৭৪ সালের পরিবেশ ও জল আইন অনুযায়ী, বৃহত্তর জনস্বার্থে স্টারলাইট তামার কারখানা বন্ধ করা হচ্ছে। পরিবেশ দূষণের জন্য গত ৯ এপ্রিল কারখানার লাইসেন্স পুনর্নবীকরণ করতেও রাজি হয়নি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।