রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাঁচ থেকে সাত দফায় উচিত রাজ্যে পঞ্চায়েত ভোট, দাবি অধীরের

News Sundarban.com :
জুন ২৫, ২০২৩
news-image

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত নয়। এ কারনে রাজ্যে পঞ্চায়েত ভোট পাঁচ থেকে সাত দফায় হওয়া উচিত বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। রবিবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এই দাবি করেন তিনি। অধীরবাবুর বলেন, রাজ্যে পাঁচ থেকে সাত দফায় পঞ্চায়েত নির্বাচন হলে এই বাহিনী দিয়ে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা যাবে।

 

আদালতের ভর্ৎসনার পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনায় ৮২২ কোম্পানি আধাসামরিক বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তার মধ্যে ৩১৫ কোম্পানি বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। রাজ্যের বিভিন্ন উপদ্রুত এলাকায় ইতিমধ্যে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। তবে বাকি বাহিনী কবে আসবে তা নিয়ে ধোঁয়াশা জারি রয়েছে। তারই মধ্যে রবিবার বাকি বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।