বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিশু পর্নগ্রাফি রুখতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র

News Sundarban.com :
জুলাই ৮, ২০১৮
news-image

শিশু পর্নগ্রাফি রুখতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। এর জন্য চাইল্ড সেক্স অ্যাবিউজ ‘ল-তে বদল আনা হচ্ছে। বর্তমানে কেউ শিশু পর্নগ্রাফি তৈরি করলে ছবির নির্মাতা, পরিবেশকের জেল হয়। এবার কাছে কোনও শিশু পর্ন ভিডিও রাখাকে অপরাধ বলে গন্য করা হবে। এক্ষেত্রে তার ৫ বছর জেলও হতে পারে। ২০১২ সালের আইন সংশোধন করে শিশু পর্ন আইন আরও শক্ত করা হচ্ছে। আইন সংশোধন করে শিশুদের ধর্ষণের বিরুদ্ধে আইনও আরও কড়া করা হচ্ছে। কেন্দ্র ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী শিশু পর্ন প্রচার, ডাউনলোড করাকে অপরাধ হিসেবে গন্য করা হয়েছে। তার পরেও আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র।পাশাপাশি হোমে শিশুদের যৌন ব্যবসায় ব্যবহার করা হলে হোমের আধিকারিকের ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। মানেকা গান্ধীর দফতর আইন সংশোধনের খসড়া তৈরি করে ফেললে তা এবার সংসদের বাদল অধিবেশনে আনা হতে পারে বলে সংবাদ মাধ্যমের খবর। উল্লেখ্য, ২০১৫ সালে কেন্দ্র বহু পর্ন সাইট বন্ধ করে দেয়। এনিয়ে প্রবল হইচই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ ওঠে সরকার সাধারণ মানুষের শোয়ার ঘরে উঁকি দিচ্ছে।