মনোনয়ন মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে, আবার দাবি মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই অশান্তির অভিযোগ উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বিরোধীদের যাবতীয় আক্রমণের মুখে, মমতা আগেও একবার দাবি করেছিলেন, মনোনয়ন মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে। প্রশ্ন করেছিলেন, এমন শান্তিপূর্ণ মনোনয়ন দেশে কোথাও কেউ দেখেছে কি না। বৃহস্পতিবার পটনায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবারও সেই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি বলেন, ‘এত শান্তির মধ্যে মনোনয়ন জীবনে কখনও হয়নি।’
এই প্রসঙ্গে ত্রিপুরার নির্বাচনী পরিস্থিতির কথাও তুলে ধরেন মমতা। তাঁর দাবি, ত্রিপুরায় ৯৬ শতাংশ আসনে ভোটই হয় না, সেসব জায়গায় প্রতিদ্বন্দ্বিতাই করতে দেওয়া হয় না। ত্রিপুরার অবস্থার সঙ্গে বাংলার তুলনা টেনে বললেন, এ রাজ্যে ২ লাখ ৩৬ হাজার মনোনয়ন জমা হয়েছে।