শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

News Sundarban.com :
মার্চ ৬, ২০১৮
news-image

লালদূর্গে ফাটল ধরিয়ে পদ্ম ফুটেছে ত্রিপুরায় ৷ রাজ্যে নিরঙ্কুশ ভাবে সরকার গড়ছে বিজেপি ৷ ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৷ উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ৷ এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে।
শনিবার ভোট গণনার প্রাথমিক পর্যায়েই স্পষ্ট হয়ে যায় বিজেপির জয় ৷ ত্রিপুরায় জয়ের ফলে উত্তর পূর্বের সাতটি রাজ্যের মধ্যে পাঁচটি রাজ্যেই ক্ষমতা দখল করেছে বিজেপি। অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে আগেই ক্ষমতা দখল করেছিল তারা। এবার নতুন সংযোজন ত্রিপুরা এবং মেঘালয় ৷ অন্তিম পর্যায়ের গণনার ফল অনুযায়ী ৫৯টি আসনের মধ্যে ৪০টিরও বেশি আসন দখল করতে সফল বিজেপি ৷ জিষ্ণু দেববর্মা অবশ্য এখনও বিধানসভায় নির্বাচিত হননি। কারণ তাঁর বিরুদ্ধে যে বামপ্রার্থী দাঁড়িয়েছিলেন নির্বাচনের আগেই তাঁর মৃত্যু হয়। তিনি নির্বাচনে জিতে এলেই তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে। তবে উপমুখ্যমন্ত্রী পদে তাঁর নাম আজ, মঙ্গলবারই ঘোষণা করে দেওয়া হয়েছে। পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিতিন গড়কড়ী ও জুয়েল ওঁরাও। জোট সঙ্গী আইপিএফটি-র সঙ্গেও আজ বৈঠক হয় বিজেপির। বৈঠকে স্থির হয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নাম।