শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 ত্রিকোণ প্রেমের জেরেই খুন হয়েছেন দিনহাটার বিজেপি প্রার্থী!

News Sundarban.com :
জুন ১৯, ২০২৩
news-image

কোচবিহারের সাহেবগঞ্জ থানার টিয়াদহ গ্রামে ত্রিকোণ প্রেমের জেরেই খুন হয়েছেন দিনহাটার বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাস। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার। ইতিমধ্যে এই ঘটনায় মৃত শম্ভু দাসের মামাতো ভাইকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। যদিও পুলিশ সুপারের দাবি মানতে নারাজ মৃতের পরিবার ও বিজেপি। মৃত শম্ভু দাসের দাদা চিত্ত দাসের দাবি, পুলিশ তৃণমূলের কথায় চলছে। একই অভিযোগ বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়েরও। তৃণমূলের অঙ্গুলিহেলনে এসব কথা বলছে পুলিশ।
প্রসঙ্গত, গত শনিবার সাহেবগঞ্জ থানার টিয়াদহ গ্রামে পাটখেত থেকে উদ্ধার হয় বিজেপি প্রার্থীর দেওরে শম্ভু দায়ের দেহ। তাঁর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়। বিজেপি অভিযোগ করে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জানা যায়, টিয়াদহ গ্রামের বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু ঘটনার দিন রাতে বাড়ির বাইরে ঘোরাফেরা করছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে তাড়া করে। এরপর পাটখেতে পড়ে গেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। রাতেই সাহেবগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। রবিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।