বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী ২৪ সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা

News Sundarban.com :
সেপ্টেম্বর ২১, ২০১৯
news-image

দুপুরেই কলকাতার আকাশ কালো করে এসেছে মেঘ। হালকা বৃষ্টিও হয়েছে এক পশলা। আর আবহাওয়া দফতরের পূর্বাভাস হল আগামিকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য ভোগাবে। তাপমাত্রাও সামান্য বাড়বে।

এদিকে, আগামী ২৪ সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই।

শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার।