মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কলিকাতায় অনুষ্ঠিত হলো প্রসাদ পত্রিকার কবিতা উৎসব

News Sundarban.com :
ডিসেম্বর ২২, ২০২২
news-image

তাপস পাল, কলকাতা:

প্রসাদ পত্রিকার উদ্যোগে কলিকাতায় অনুষ্ঠিত হলো কবিতা উৎসব ২০২২। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় শতাধিক কবি ও সাহিত্যিক যোগদান করেন।

মধ্য কলিকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে এই কবিতা উৎসবটি উৎযাপিত হয়। প্রদীপ জ্বালিয়ে কবিতা উৎসবের শুভ সূচনা করেন কবি কৃষ্ণা বসু, সাহিত্যিক পৃথ্বীরাজ সেন এবং লেখক তৃণাঞ্জন গঙ্গোপাধ্যায়। পরে কৃষ্ণা বসু তাঁর ভাষণে কবিতার বিভিন্ন দিক ও ধারা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৃথ্বীরাজ সেন, তৃণাঞ্জন গঙ্গোপাধ্যায় এবং সাহিত্যিক ললিনী বেরা।

এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন প্রসাদ পত্রিকার পরিচালন সমিতির সভাপতি ডঃ চন্দ্রশেখর চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান সম্পাদক সুবীর মুখোপাধ্যায়। এই কবিতা উৎসবে কয়েকজন কবি সাহিত্যিক কে সম্মানিত করা হয়। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সূর্যাশীষ বটব্যাল, প্রসাদ পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য তথা সাংবাদিক ও লেখক অপূর্ব দাস, রিতা চট্টোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত কবি সাহিত্যিকরা কবিতা পাঠ করেন।