মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দিলীপ ঘোষের কটাক্ষের মুখে মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
জুলাই ২৩, ২০১৮
news-image

১৯-র নির্বাচনে আত্মবিশ্বাসী তৃণমূলতৃণমূলনেত্রী ৷ তৃণমূলের লক্ষ্য ৪২/৪২ ৷ ২১-র মঞ্চে উঠে দলের কর্মী সমর্থকদের উদ্দেশে এমমনটাই বার্তা দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই মন্তব্যের জেরেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়্কে ৷ দিলীপের কথায়, ৪২টি আসনের মধ্যে ৪২টি আসন নিজেদের হস্তগত করা নাকি মমতার স্বপ্ন ৷
এর পাশাপাশি তিনি এও বলেন, ৪২টি আসনের স্বপ্ন দেখছেন মমতা ৷ কর্মীদের চাঙ্গা রাখতে এসব কথা বলছেন ৷ আগে ৩৪ আসন ধরে রাখুন ৷ তারপর ৪২ নিয়ে ভাববেন ৷ তৃণমূল ৩৪ আসন পাক ৷ আমরাই মমতাকে প্রধানমন্ত্রী বানাব ৷ ক’জন নেতা ভিতরে ঢুকবেন ৷ ক’জন বাইরে থাকবেন কেউ জানে না ৷’পঞ্চায়েত নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ যার জেরে বিজেপির অন্দরে লোকসভা নির্বাচন নিয়েও যে আত্মবিশ্বাসের পারদ চরছে ৷ তা এদিনের সাংবাদিক বৈঠকে আরও একবার স্পষ্ট হল ৷ দিলীপ বলেন,
২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিরেধী দলগুলিকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ৷ এবার লোকসভা নির্বাচনে প্রথম হবে বিজেপি ৷ ২০১৯-এ বিজেপিকে আটকানো যাবে না ৷ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৪২টা আসনের মধ্যে ৩৪টা ছিল তৃণমূলের দখলে ৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে তৃণমূলের স্ট্রাটেজি কি হবে ? সেই নিয়েই নিশ্চয়ই কোনও রণনীতি বাতলাবেন মুখ্যমন্ত্রী ৷ এমন একটা প্রত্যাশা ছিল জাতীয় থেকে রাজ্য রাজনীতির সমস্ত নেতাদেরই ২১-র মঞ্চ ঘিরে ৷ সেই ২১-র মঞ্চেই তৃণমূল নেত্রী বলেন, ‘লোকসভা ভোটে ৪২টার মধ্যে ৪২ টাই দখল করব আমরা ।’ সেই নিয়েই দিলীপ ঘোষের কটাক্ষের মুখে মুখ্যমন্ত্রী ৷