শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার থেকে খুলছে স্কুল

News Sundarban.com :
জুন ১৪, ২০২৩
news-image

বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে খুলছে স্কুল।এখন প্রথম লক্ষ্যই হল সিলেবাস সম্পূর্ণ করা। সূত্রের খবর, দীর্ঘ গরমের ছুটিতে ক্লাসরুমে যে পঠন-পাঠনের ক্ষতি হয়েছে, তা পূরণ করতে অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশিকা আগেই দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। গরমের ছুটির জেরে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে বলে মনে করছে স্কুল শিক্ষা দপ্তর। এবার তাই সেই ক্ষতির সামাল দিতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর৷

পাশাপাশি এও জানা গেছে যে, এতদিন পর স্কুল খুলছে, তার জন্য বিভিন্ন মশা বাহিত রোগ অর্থাৎ ডেঙ্গি, ম্যালেরিয়া আটকাতে স্কুলের চারপাশ যাতে পরিষ্কার করা হয়, তা নিয়েও বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে স্কুল সিক্ষা দপ্তরের তরফ থেকে। নজর রাখতে বলা হয়েছে, স্কুল চত্বর পরিষ্কার করার পাশাপাশি স্কুল সংলগ্ন এলাকাতেও যাতে কোনও ময়লা জমে না থাকে এবং জল জমার যাতে কোনও অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি না হয় তা নিয়েও।