মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানব বন্ধনে এনআরসি নিয়ে প্রতিবাদে সরব হল তৃণমূল

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৬, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার,ক্যানিং: 

হিন্দু,মুসলিম,খ্রীষ্টান সম্প্রদায়ের লোকজন একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে এনআরসি,সিএএ,এনপিআর এর বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নামলেন।বুধবার দুপুরে বিধায়ক শ্যামল মন্ডল,জেলাপরিষদ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী ও তৃণমূল নেতা অর্ণব রায়ের নেতৃত্ব বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার মানুষজন কেন্দ্রের বিজেপি সরকারের পতন চেয়ে এবং এনআরসি,সিএএ,এনপিআর এর বিরুদ্ধে বিশাল মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন এই মানব বন্ধন মিছিলে ক্যানিং মহকুমা এলাকার হাজার হাজার হিন্দু-মুসলিম-খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষজন মিছিলে পা মিলিয় প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে।মিছিলের শেষে ক্যানিং হাসপাতাল পাড়া সলগ্ন এলাকায় একটি পথ সভাও অনুষ্ঠিত হয়। পথ সভায় ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল বলেন “কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা  এই গণআন্দোলন আমরণ চালিয়ে যাবো। এনআরসি হতে দেবো না।ইতিমধ্যে কেন্দ্র সরকার ভয় পেয়ে পিছু হটতে শুরু করছে। ফলে আমাদের আন্দোলন ৭০ শতাংশ সফল হয়েছে।আমাদের মা মাটি মানুষের দল সাধারণ মানুষের পাশে রয়েছে এবং আগামী দিনেও পাশে থেকে সংগ্রাম চালিয়ে যাবে।