বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অসমের বাঙালিদের পাশে থাকার বার্তা তৃণমূলের

News Sundarban.com :
নভেম্বর ১২, ২০১৮
news-image

এনআরসি-র হাওয়ায় ফের একবার অসমে ভাগ্যপরীক্ষায় তৃণমূল। এবার দায়িত্বে খোদ পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী মাসে অসমে পঞ্চায়েত নির্বাচন। ১৫ নভেম্বর থেকে শুরু হবে তার মনোনয়নপর্ব। সেই নির্বাচনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। মূলক বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় প্রার্থী দিতে চলেছে তৃণমূল।

তৃণমূলের দাবি, ইতিমধ্যে বরপেটায় ছাত্র রাজনীতিতে কলেজ ছাত্র সংসদ দখল করেছে তারা। এবার ভোটযুদ্ধে নেমে অসমের বাঙালিদের পাশে থাকার বার্তা দিতে চায় পশ্চিমবঙ্গের শাসকদল।

অসমে দীর্ঘদিন ধরে সংগঠন বিস্তারের চেষ্টা চালাচ্ছে তৃণমূল। তবে ভোটবাক্সে তার কোনও প্রভাব পড়েনি। সম্প্রতি NRC বিতর্কের মধ্যেই পদত্যাগ করেন অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি দ্বীপেন পাঠক। এর পর দলের নেতৃত্ব ঠিক করে উঠতে পারেনি তৃণমূল। খোঁড়া সংগঠন নিয়েই পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপাতে চলেছে তৃণমূল।