পঞ্চায়েত মামলায় দীর্ঘ শুনানি শেষ, তবে রায়দান স্থগিত

পঞ্চায়েত মামলা নিয়ে সোমবার প্রায় সাড়ে ৪ ঘণ্টার শুনানি বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত চলল। সকাল ১১টা নাগাদ শুরু হয় শুনানি। মাঝে ৫০ মিনিটের বিরতি ছিল। শুনানি হয় প্রধান বিচারপতির এজলাসে।প্রথম দফায় মনোননয়নের সময় বৃদ্ধি এবং পঞ্চায়েত ভোটের দিন পিছোনোর পক্ষে যুক্তি দেন প্রধান বিচারপতি। এ-ও বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করালেই ভাল। দ্বিতীয় দফায় মামলাকারীরা সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ভোট করানো নিয়ে বক্তব্য জানান প্রধান বিচারপতিকে।
প্রধান বিচারপতিও কমিশনকে এ ব্যাপারে নিজের মতামত জানান। অবশেষে বিকেলে শুনানি শেষ হলে বিচারপতি রায়দান স্থগিত রাখেন।