সিভিকদের নির্বাচনের দায়িত্বে রাখতে নারাজ রাজ্য

পঞ্চায়েত নির্বাচনে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কে থাকবে, রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী তা নিয়ে টানাপোড়েন চলছে।এদিকে পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা কাদের দায়িত্বে এই ইস্যুতে এবং তার ভবিষ্যৎ নির্ধারিত হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সোমবার আদালতে শুনানি চলাকালীন রাজ্য নির্বাচন কমিশন আদালতে স্পষ্ট করে,‘আমরা নিজেরাই সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট করতে আগ্রহী নই।’ এরপরই এই শুনানির প্রথমার্ধেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা ভাবতে পারে কমিশন।
এ প্রসঙ্গে বলতেই গিয়েই প্রধান বিচারপতি এও জানান, ‘নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আনলে ভাল হয়।’ একইসঙ্গে এও বলেন, রাজ্য নিজের মতো বাহিনী দেবে। কিন্তু তাতে রাজ্যের আইনশৃঙ্খলা দেখবে কে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই প্রসঙ্গেই রাজ্য নির্বাচন কমিশনকে সতর্ক করে প্রধান বিচারপতি বলেন, ‘মনে রাখতে হবে, সিভিক কিন্তু পুলিশ নয়। তারা পুলিশকে সাহায্য করার কাজে যুক্ত।’ চুক্তিভিত্তিক কর্মী কিংবা সিভিক ভলান্টিয়ারদের নিয়ে যে একাধিক অভিযোগ উঠছে, এদিনের মামলার শুনানির সময় তাও ফের একবার মনে করিয়ে দেন প্রধান বিচারপতি।