মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রীর সঙ্গে পাঁচ ঘণ্টা বৈঠক, ১৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত কুস্তিগিরদের

News Sundarban.com :
জুন ৭, ২০২৩
news-image

অচলাবস্থা কাটার ইঙ্গিত কুস্তিগিরদের। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করার পর দ্রুত বিক্ষোভ প্রত্যাহার করার ইঙ্গিত দিলেন কুস্তিগিররা।বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুরোধে তাঁর বাড়িতে বৈঠক করতে যান বজরং পুনিয়ারা।

এদিন কুস্তিগিররা যে পাঁচটি দাবি রাখেন।পাঁচ ঘণ্টা ধরে বৈঠকের পর ক্রীড়ামন্ত্রী জানান, তিনি আশ্বাস দিয়েছেন ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করা হবে। ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া ৩০ জুনের মধ্যে শেষ হবে। বৈঠকের পরে বজরং বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমরা আমাদের দাবি জানিয়েছি। উনি বলেছেন, ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ হবে। তত দিন আমরা আন্দোলন স্থগিত রাখছি।এছাড়া, ভারতীয় কুস্তি সংস্থায় একটি অভ্যন্তরীণ কমিটিও তৈরি করা হবে এবং সেই কমিটির মাথায় থাকবেন একজন মহিলা।