মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধান বিরোধী দলের সঙ্গে জোট করে নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন পুষ্পকমল

News Sundarban.com :
ডিসেম্বর ২৬, ২০২২
news-image

নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল। প্রধান বিরোধী দলের সঙ্গে জোট করে তিনি সরকারপ্রধান হচ্ছেন । গত মাসে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠিত হচ্ছে। নেপালের হিন্দু রাজতন্ত্রের অবসানে এক দশক গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন প্রচণ্ড নামে পরিচিত পুষ্পকমল দহল। জোটের সঙ্গে সমঝোতা অনুযায়ী সরকারে প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন তিনি।

এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন ।নেপালে ক্ষমতায় আসতে যাওয়া নতুন জোটের দলগুলোর মধ্যে বৈঠক হয়েছে। বৈঠক শেষে পুষ্পকমল দাহালের দলের সাধারণ সম্পাদক দেব গুরুং রয়টার্সকে বলেন, এটাই সমঝোতা হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য গুরুত্বপূর্ণ পদ ও মন্ত্রণালয় বণ্টন করা নিয়ে এখনো কাজ বাকি। শিগগিরই এসব কাজ শেষ হবে। এর আগে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে সরকার গঠনে গতকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।