শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়র ডাবুতে কয়েক লক্ষ টাকার চোরাই কাঠ সহ আটক ৪

News Sundarban.com :
ডিসেম্বর ৩০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: ক্যানিংয়ের অন্যতম পর্যটক কেন্দ্র ডাবু। গত ২০ মে আম্ফান সাইক্লোন তান্ডবে প্রচুর মূলবান গাছপালা ভেঙে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছিল এই ডাবু পর্যটক কেন্দ্র। সেই সমস্ত সরকারী সম্পত্তি গাছগুলো কেটে তা রাতের অন্ধকারে পাচার হচ্ছিল দীর্ঘদিন ধরেই। এমন খবর গোপন সুত্রে পৌঁছায় ক্যানিং থানার পুলিশের কাছে। তদন্ত শুরু করে পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার এসআই লিটন হালদারের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার মূল্যবান কাঠ সহ ৪ জনকে আটক করলো।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার সাতমুখীর ডাবু পর্যটক এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে ক্যানিং ডাবু পর্যটক কেন্দ্রে রাতের অন্ধকারে দিনের পর দিন মূল্যবান গাছ কেটে সেইগুলি নিয়ে চোরা কারবারীরা চম্পট দিচ্ছে অন্যত্র।ফলে ডাবু পর্যটক কেন্দ্রের বহু মূল্যবান গাছ গুলি রাতের অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে।আর এই খবর পুলিশ গোপন সূত্রে পায়।এদিন গভীর রাতে এসআই লিটন হালদারের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম পর্যটক কেন্দ্র ডাবুর চারিদিকে ঘিরে ফেলে।

বেশ কয়েক জন দুষ্কৃতী মূল্যবান কয়েক লক্ষ টাকার কাঠ কেটে তিন তিনটি মোটর চালিত ইঞ্জিনভ্যানে করে নিয়ে চম্পট দেওয়ার সময় পুলিশ দুষ্কৃতীদের চারিদিকে ঘিরে ফেলে।মূল্যবান গাছ কাঠ সহ ৩ টি ইঞ্জিন ভ্যান সহ ৪ দুষ্কৃতি কে আটক করে পুলিশ । তবে বেশ কয়েক জন দুষ্কৃতী পালিয়েও যায় রাতের অন্ধকারে।এই ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে কিংবা কোন রাঘববোয়াল রয়েছে কি না তা জানতে ধৃতদের জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।