মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

না ফেরার দেশে কবি গীতা সিংহ ভারতী

News Sundarban.com :
আগস্ট ২১, ২০২২
news-image

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ চির ঘুমের দেশে চলে গেলেন প্রবীণ কবি গীতা সিংহ ভারতী। গত বুধবার ( ইং -১৭. ০৮. ২২) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। গড়িয়ার কাছে রাজপুর- সোনারপুর পৌরসভার শবদাহ ঘাটে তার মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হয় – বিকেল চারটেয়।

মুর্শিদাবাদের কান্দি শহরে তিনি দীর্ঘদিন ছিলেন। বহু সাহিত্য সভায় উপস্থিত থেকেছেন, কবিতা পাঠ করেছেন। তারপর বয়েসের ভারে চলে যান কলকাতায় – তার মেয়ে শাশ্বতী সিংহের কাছে। সেখানে ‘ সংসপ্তক ‘ ফ্ল্যাটে ( কলকাতা গ্রীন) মেয়ের সেবাশুশ্রূষায় কাটে তার বাকি দিনগুলি। বহু কবিসাহিত্যিক ও গুনীজনের সঙ্গে ছিল তার নিবিড় সম্পর্ক। তার সান্নিধ্যে যারা এসেছেন তারা হলেন- ছবিরঞ্জন মজুমদার, শুভ্র মুখোপাধ্যায়, অরবিন্দ সরকার, ধ্রুব নারায়ণ রায়, ভবদেব বিশ্বাস, সংঘমিত্রা রায়, মলয় মিশ্র প্রমুখ। তার মৃত্যুতে নেমে আসে গভীর শোকের ছায়া। শোকাহত বহু কবিসাহিত্যিক ও তার আত্মীয়- স্বজন।