শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ টি চুক্তি স্বাক্ষর জাপানের সঙ্গে ভারতের

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৪, ২০১৭
news-image

গুজরাটের আহমেদাবাদে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রই মোদী এক বিশাল ও ঐতিহাসিক পথসভা উপস্থিত থাকবেন। দুইদিনের সফরে মঙ্গলবার ভারতে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সূত্র থেকে জানা গেছে প্রায় ৮ কিলমিটার রোড শো করবেন দুই রাষ্ট্রনেতা। এই রোড শো মহাত্মা গান্ধী স্মৃতি-বিজড়িত সবরমতী আশ্রমে গিয়ে শেষ হবে। পাশাপাশি দুই রাষ্ট্র প্রধান ঐতিহাসিক সিদ্দি সৈয়দ মসজিদও পরিদর্শন করবেন।
জাপানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো জন্য আহমেদাবাদ ও গান্ধীনগরকে সাজিয়ে তোলা হয়েছে। হোডিং, ব্যানার এবং ফ্লুরোসেট আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আহমেদাবাদ ও গান্ধীনগরকে। পাশাপাশি নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আহমেদাবাদ ও গান্ধীনগরকে। নিরাপত্তার জন্য ৯০০০ পুলিশবাহিনী ও ১২ কোম্পানি রাজ্য রিজার্ভ ফোর্সও মোতায়ন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এক টু্যইট বার্তায় জানিয়েছিলেন চতুর্থ বার্ষিক সম্মেলনে আসা জাপানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তিনি মুখিয়ে আছেন। প্রধানমন্ত্রী তার টু্যইট বার্তায় আরও জানিয়েছেন বাণিজ্য সংক্রান্ত ১৫ টি চুক্তি স্বাক্ষরিত হবে জাপানের সঙ্গে ভারতের।