শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাল পারফরম্যান্স করার পুরষ্কার পেলেন যুব বিশ্বকাপ জয়ী রবি কুমার

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৮, ২০২২
news-image

তিনি যে বাংলার রঞ্জি দলে সুযোগ পাবেন সেটা যুব বিশ্বকাপ চলার সময়ই বোঝা গিয়েছিল। সেই মতো ভাল পারফরম্যান্স করার পুরষ্কার পেলেন যুব বিশ্বকাপ জয়ী রবি কুমার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি জোরে বোলার।

এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে নিয়েছিলেন ৩৪ রানে ৪ উইকেট। এমনকি অস্ট্রেলিয়া (২/৩৭) ও বাংলাদেশের (৩/১৪) বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছিলেন রবি। সেই সুবাদে তাঁকে ২২ জনের দলে বেছে নিল বাংলার নির্বাচন কিমিটি।

২০১৯-২০ মরশুমে অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে রঞ্জি ফাইনাল খেলেছিল বাংলা। তাই অভিমন্যু ঈশ্বরণকেই এ বার দায়িত্ব দেওয়া হল। ২২ জনের দলে দুজন উইকেটকিপারকে বেছে নেওয়া হয়েছে। শ্রীবৎস গোস্বামীর জায়গায় দলে সুযোগ পেলেন তরুণ উইকেটকিপার অভিষেক পোড়েল। ইশান পোড়েলের ভাইও যুব বিশ্বকাপের দলে ছিলেন।

কটকে রঞ্জি ট্রফির লিগ পর্বের ম্যাচ খেলবে বাংলা। দলে রয়েছেন বহু যুদ্ধের নায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। সব ঠিক থাকলে চার নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে তাঁকে। পেস বোলিং আক্রমণে তাঁর সঙ্গে রয়েছেন ঈশান পোড়েল, আকাশ দীপ, নীলকণ্ঠ দাস, মুকেশ কুমাররা। স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রদীপ্ত প্রামানিক, শাহবাজ আহমেদরা। -zee24