বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পদ্মশ্রী পাচ্ছেন সমাজসেবী সুধাংশু বিশ্বাস

News Sundarban.com :
জানুয়ারি ২৬, ২০১৮
news-image

এক্শোর গন্ডি পেরোতে আর মাত্র কয়েক মাস বাকি। তিনি হলেন সমাজ্সেবী সুধাংশু বিশ্বাস। ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে দেওয়া হবে পদ্মশ্রী পুরষ্কার। একসময় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। ২০১৮ সালের পদ্মশ্রী প্রাপক হিসেবে বিশিষ্ট সমাজসেবী সুধাংশু বাবুর নাম ঘোষণা হয়েছে। ১৯১৮ সালে কলকাতা থেকে ৩৫ কিমি দূরে বর্তমান দক্ষিণ ২৪ পরগনা জেলার রামকৃষ্ণপুরে জন্মগ্রহণ করেছিলেন সুধাংশু বিশ্বাস। তাঁর জন্মের অনেক আগে থেকে রামকৃষ্ণ মিশনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিল বিশ্বাস পরিবার। সেই নবাগত সদস্যের ক্ষেত্রেও সেই ধারার অন্যথা ঘটেনি। স্বামী বিবেকানন্দের মতাদর্শে দীক্ষিত হয়ে শুরু হয় সুধাংশু বাবুর ছাত্রজীবন। বেশ অল্প বয়সেই লেখাপড়ার জন্য তাঁকে চলে আসতে হয় কলকাতায়। সেই সময় ব্রিটিশ বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে সমগ্র দেশ। যার প্রাণকেন্দ্র শহর কলকাতা। সেই সময় খুব সহজেই দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন ছাত্র সুধাংশু বিশ্বাস। জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। জেলেও যেতে হয়েছিল তাঁকে। যদিও স্বাধীনতার পরে কেটে গিয়েছিল তাঁর জেল যন্ত্রণা। দেশ পরাধীনতা থেকে মুক্তি পেয়ে গেলেও থেমে যায়নি সুধাংশু বাবুর লড়াই। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে মহান দেশ ভারত মুক্তি পায়নি অনাহার, ক্ষুধা, অশিক্ষা প্রভৃতির মতো সমস্যা থেকে। তখন থেকে শুরু হল স্বাধীনতা সংগ্রামী সুধাংশু বিশ্বাসের নতুন লড়াই।একে একে প্রতিষ্ঠা করতে শুরু করলেন স্কুল, অনাথাশ্রম, স্বাস্থ্যকেন্দ্র। নিজের খরচেই এখন যেগুলি চালিয়ে যাচ্ছেন স্বাধীনতা সংগ্রামী সুধাংশু বিশ্বাস। যেগুলি থেকে সুবিধা লাভ করেন বহু মানুষ। রাজ্যের বহু প্রান্তে স্থাপন করেছেন রামকৃষ্ণ মিশন। বাংলার এই মহান ব্যক্তির মুকুটেই যুক্ত হতে চলেছে পদ্মশ্রী।