শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেগুনি কেন নারী দিবসের রং?

News Sundarban.com :
মার্চ ৯, ২০২১
news-image

নারী দিবসের আবির্ভাব বৈষম্য থেকে, আর বৈষম্য নিরসনে ছিল সংগ্রাম। সংগ্রামের রং লাল। তাহলে বেগুনি কেন নারী দিবসের রং? ৮ মার্চ যখন বিশ্বজুড়ে নারী দিবস পালন হবে—এ প্রশ্ন স্বাভাবিকভাবেই আসতে পারে, বেগুনি কি নিছকই আরেকটি বাণিজ্যিক রং, নাকি এই রঙের কিছু ইতিহাসও আছে?

শুধু যদি বেগুনি রং ধরে ইতিহাস বলতে হয়, তবে বেগুনি ২০১৮ সালে যুক্ত হয়েছে নারী দিবসের সঙ্গে। বিভিন্ন পণ্যে ব্যবহৃত রং নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্যানটোন। রঙের মিশ্রণ করা এবং রং মেলানোর মেশিন তৈরির জন্য প্রতিষ্ঠানটি সুপরিচিত। ২০১৮ সালে প্যানটোন বেগুনিকে বর্ষসেরা রঙের খেতাব দেয়। এই বেগুনি অবশ্য আমাদের চোখে দেখা বেগুনি রং নয়। এই বেগুনি হচ্ছে অতিবেগুনি রশ্মি।

 

প্যানটোনের দেওয়া এই ধারণাই লুফে নেয় আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন কর্তৃপক্ষ।

বেগুনি ঠিক নারীর মতো, স্বাতন্ত্র্য, কৌতূহল ও দূরদর্শী চিন্তাভাবনার। অতিবেগুনি রশ্মিকে যেমন জানার অনেক বাকি আছে, নারীর সম্ভাবনাকেও—এমনই মত নারীর সমতা আদায়ে সচেষ্ট সব মানুষের।

 

দীর্ঘ সময় পর্যন্ত নারীদের অধিকার আদায়ের যুদ্ধ শুধু অভিজাত নারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপর আমেরিকান লেখক অ্যালিস ওয়ার্কার আফ্রিকান আমেরিকান নারীদের বৈষম্য নিয়ে একটি বই লেখেন, নাম ‘দ্য কালার পার্পেল’ (বেগুনি রংটি) বইটির জন্য অ্যালিস প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে পুলিৎজার পুরস্কার পান। বেগুনি জড়িয়ে আছে নারীর বাধা পেরিয়ে এগোনোর পথে।

গত তিন বছরের ধারাবাহিকতায় ২০২১ সালেও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে বেগুনি রঙে।  আরও একটি প্রতিপাদ্য নির্ধারণ করেছে স্বতন্ত্র ওয়েবসাইট ইন্টারন্যাশনাল ওমেনস ডে। তাদের প্রতিপাদ্য, চুজ টু চেঞ্জ বা বদল চাই।

প্রতিবছরের বেগুনি রং নারী দিবসের আশা, একটি একটি বছর পার করে মানুষ একদিন অতিবেগুনি রশ্মির রহস্যও ভেদ করবে, হয়তো তার আগেই দূর হবে নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য।