রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

টাইম ম্যাগাজিনে সেরা সিনেমার তালিকায় পথের পাঁচালী

News Sundarban.com :
জুলাই ২৮, ২০২৩
news-image

১৯৫৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি যুগের সীমানা অতিক্রম করে সেরার তালিকায় উজ্জ্বল হয়ে আছে। সত্যজিৎ রায়ের এই ছবিকে কুর্নিশ জানাল টাইম ম্যাগাজিন । টাইম-এর পৃথিবীর ১০০ বছরের সেরা দশটি চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে সত্যজিতের অমর সৃষ্টি।

১৯২০ থেকে ২০১০; মোট দশটি দশকের সেরা সিনেমা বাছাই করেছে টাইম। এতে ১৯৫০-এর দশকের সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ‘পথের পাঁচালী’। পুরো এক শতাব্দীর এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সিনেমা।

সিনেমাটি নিয়ে টাইম ম্যাগাজিনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক সংকটের কারণে কলকাতায় জন্ম নেওয়া সত্যজিৎ রায়ের তিন বছর লেগেছিল তার প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’র কাজ শেষ করতে। এটি ওই সব সিনেমার মধ্যে একটি, যেগুলো সমস্ত বাধা ডিঙিয়ে কালজয়ী হয়েছে, সেই সঙ্গে পৃথিবীর ইতিহাসে যেকোনও ভাষায় নির্মিত অন্যতম সুন্দর সিনেমা।