৪ ও ৫ সেপ্টেম্বর রাজস্থান সফরে যাবেন উপরাষ্ট্রপতি ধনখড়

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ৪ ও ৫ সেপ্টেম্বর দুদিনের সফরে রাজস্থানে যাবেন। এই সফরে তিনি জয়পুর, কোটা ও টঙ্কেও যাবেন।
উপরাষ্ট্রপতি ৪ সেপ্টেম্বর একটি বিশেষ বিমানে করে দিল্লি থেকে জয়পুরের উদ্দেশে রওনা দেবেন। তারপর তিনি মহারাণী মহাবিদ্যালয় আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এরপর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ‘জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণ’ শীর্ষক এক আলোচনা সভায় শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন।
জয়পুর থেকে, উপরাষ্ট্রপতি টঙ্কে গিয়ে দিগ্গির শ্রী কল্যাণ রায়জি মন্দিরে পুজো দেবেন। এরপরে, তিনি কোটা যাবেন, যেখানে তিনি কেন্দ্র, রাজ্য সরকার এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের গৌরব সম্মান অনুষ্ঠানে অংশ নেবেন। এরপরে, তিনি কোটা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন। সৈনিক স্কুল চিতোরগড়ের প্রাক্তন ছাত্র-শিক্ষকদের সঙ্গেও তার মতবিনিময় করার কথা।
লোকসভার স্পিকার, কোটার সাংসদ ওম বিড়লা এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীও উপরাষ্ট্রপতির কোটা কর্মসূচিতে উপস্থিত থাকবেন।