শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাইকের ধাক্কায় গুরুতর জখম ১০ বছরের কন্যাশিশু, এলাকায় চাঞ্চল্য

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২০, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: বাইকের ধাক্কায় গুরুতর জখম হল এক বছর দশেকের শিশু কন্যা।ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের উত্তর তালদি ফুচকা পাড়া এলাকায়।

স্থানীয় সুত্রে জানাগেছে এদিন সন্ধ্যায় উত্তর তালদির ফুচকা পাড়ার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার একেবারেই পাশে দাঁড়িয়ে ছিল বছর দশেকের রহিমা সেখ। অভিযোগ সেই সময় আচমকা দ্রুত গতির এক বাইক চালক সজোরে শিশু কন্যা কে ধাক্কা মেরে পালিয়ে যায়। বাইকের ধাক্কায় রক্তাক্ত অবস্থা ছিটকে পড়ে চিৎকার করে রহিমা।শিশুর চিৎকার প্রতিবেশীরা ও তার পরিবারের সদস্যরা দৌড়ে আসে।

রক্তাক্ত অবস্থায় শিশু কন্যাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।বাইকের ধাক্কায় শিশু কন্যার মুখ ও হাত মারাত্মক জখম হওয়ায় রাতেই কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। আচমকা এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

শিশুটির বাবা সাহিদ সেখ জানায় ‘বাড়ির মধ্যে খেলছিল রহিমা। দরজা থেকে রাস্তায় উঁকি মারতেই আচমকা এক বাইক চালক সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।“