সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উৎসবের মেজাজে পঞ্চায়েত ভোটের মনোনয়ন আরামবাগে

News Sundarban.com :
জুন ১৪, ২০২৩
news-image

আরামবাগ মহকুমার ছয়টি ব্লকেই উৎসবের মেজাজে মনোনয়ন হচ্ছে।শাসক তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধীরা গণতান্ত্রিক উৎসবে সামিল হয়েছেন। এই মহকুমায় কার্যত উৎসবের মেজাজে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব চলছে। মনোনয়নে বাধা দেওয়া তো দূরের কথা, মহকুমার কোথাও তর্ক বিতর্কেরও কোনও খবর নেই। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিজেপির তরফেই সবচেয়ে বেশি মনোনয়ন জমা করা হয়েছে। মঙ্গলবার থেকে আরামবাগ মহকুমার ছ’টি ব্লকেই তৃণমূলের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কাজ পুরোদমে শুরু হয়। আরামবাগ মহকুমার মধ্যে আরামবাগ শহরে অবস্থিত আরামবাগ ব্লকের বিডিও অফিসে সৌজন্যের রাজনীতি দেখা গিয়েছে। গৌরহাটি এক নম্বর অঞ্চল থেকে আগত তৃণমূল, সিপিএম ও বিজেপির প্রার্থীরা এক সঙ্গে লাইন ধরে বসে মনোনয়নের ফর্ম ফিলাম করছেন। কখনও আবার তীব্র গরমের হাত থেকে বাঁচতে ব্যাগ থেকে বোতল বের করে জল পান করছেন সকলে।

পশ্চিমবঙ্গে ভোটের মনোনয়ন চলাকালীন এই দৃশ্য সত্যিই বিরল। যেখানে ভোট এলেই মানুষ আতঙ্কিত হয়ে থাকে, মনোনয়ন দিতে ভয় পায়। গুলি, বোমা চলে সেখানে এখনও পর্যন্ত আরামবাগ মহকুমার ছয়টি ব্লকে এই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা সামনে আসেনি। তাহলে কি আরামবাগের মানুষের শুভ বুদ্ধির উদয় হল? গণতন্ত্রকে কি মানতে শুরু করল? উঠছে প্রশ্ন। এই বিষয়ে গোঘাটের সিপিআইএম নেতা অভয় ঘোষ অবশ্য বলেন, কোথাও বাধা দেয়নি শাসক দল। কারণ সিপিএমের জমায়েত দেখে ওরা ভয় পেয়েছে। অপরদিকে বিজেপি নেতা বিমান ঘোষ বলছেন, আরামবাগের মানুষ বিজেপির সঙ্গে আছে। বিধানসভা নির্বাচনে তৃণমূল সিপিএম ও কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। মানুষ গণপ্রতিরোধ গড়ে তুলেছে। তাই কেউ বাধা দিচ্ছে না। তবে তৃণমূল নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যামেরার সামনে এসে কথা বলতে ভয় পাচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেন, তৃণমূল গণতন্ত্রের পূজারী। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কাজ করছি। কোনও জায়গায় গন্ডগোল করা যাবে না। বিরোধীরা মনোনয়ন দিতে না পারলে আমরা সাহায্য করব। কিন্তু তারা যদি প্রার্থী খুঁজে না পায় তাহলে কিছু করার নেই। কমিশনের নির্দেশ মেনে আরামবাগ মহকুমায় মনোনয়ন হচ্ছে। তৃণমূল জনগণের আশীর্বাদে পঞ্চায়েত ভোটো জিতবে। সবমিলিয়ে আরামবাগ মহকুমায় উৎসবের মেজাজে পঞ্চায়েত ভোটের নমিনেশন পর্ব চলায় শাসক দলের চৈতন্য হয়েছে বলে মনে করছেন আরামবাগবাসী।