শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গঙ্গাসাগরের শুরু হল নাগ মেলা

News Sundarban.com :
ডিসেম্বর ১০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  শুরু হয়ে গেল ২০২১ সালের নাগ মেলা, যাকে বলা হয় মিনি গঙ্গাসাগর মেলা।  গঙ্গাসাগর মেলার পরেই সাগরদ্বীপের সংস্কৃতির জায়গাটি দখল করে আছে নাগ মেলা।

৪১ তম বর্ষে পদার্পণ করল এই মেলা। কিন্তু বর্তমান করোনা মহামারী সংক্রমণজনিত পরিস্থিতিতে এবারের মেলা তেমন ভাবে জাঁকজমকপূর্ণ হবে না।
ছয় দিনের পরিবর্তে মাত্র ৪ দিন ব্যাপী এই মেলা চলবে। তবে ঐতিহ্যবাহী প্রাঙ্গণ কতটা কানায় কানায় পূর্ণ হবে তারই দেখার অপেক্ষা।  বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেন মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী স্তবপ্রিয়ানন্দজী মহারাজ।  এছাড়াও উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সদস্য প্রলয়কান্তি দাস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এবারের মেলার বিশেষ আকর্ষণ নাগ সরোবরের সৌন্দর্য।
গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ কর্তৃক একটি প্রকল্পের মাধ্যমে দেশি-বিদেশি বাহারি গাছ ও ফুল গাছ দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে।
এছাড়াও রয়েছে পৌরাণিক কাহিনী কালীয় দমন অবলম্বনে শ্রী কৃষ্ণের সরোবরের মধ্যে মূর্তি।
এছাড়াও অন্যান্য প্রাকৃতিক শোভা এবারের মেলাকে অনেকটাই গৌরবান্বিত করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।