বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের নিশানায় কংগ্রেস

News Sundarban.com :
জুলাই ১৪, ২০১৮
news-image

এগিয়ে আসছে লোকসভা ভোট ৷ তার আগেই বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট আছে ৷ রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ তো বটেই বিজেপি শীর্ষ নেতৃত্ব চাইলে লোকসভা নির্বাচনের সঙ্গে বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যের নির্বাচনও সেরে ফেলতে পারে ৷ এমনিতেই তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশার নির্বাচন ২০১৯-এ লোকসভা ভোটের সঙ্গেই হবে ৷ দেশের উন্নতি এবং ক্রমাগত উন্নতিই একমাত্র তাঁর উন্নতির মন্ত্রকে এক নতুন দিশা দিতে পারে ৷ বিভিন্ন প্রসঙ্গে তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি একাধিক প্রসঙ্গের উল্লেখ করেছেন ৷ প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে কংগ্রেসকে বিঁধতে ছাড়েননি ৷ রাহুল গান্ধীর এক মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি দেশের মুসলিম প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধী মন্তব্য করেন, ‘একসময়ে কংগ্রেস মুসলিমদের দল ছিল।’ সেই মন্তব্যকেই অস্ত্র করে তুললেন মোদী। তবে প্রধানমন্ত্রী আক্রমণের আসল লক্ষ ছিল তিন তালাক ইস্যু।এদিন কংগ্রেসের বিরুদ্ধে বেশ আক্রমণত্মক দেখিয়েছে প্রধানমন্ত্রীকে ৷ তিনি বলেছেন কংগ্রেস সর্বদা মুসলিম তোষণের রাজনীতি করে চলেছে ৷ তাহলে আদৌ কি কংগ্রেস মুসলিমদের পার্টিতে পরিণত হয়েছে ৷ তিনি দাবি করেছেন ৩৪০ কিলোমিটারের দীর্ঘ পূর্বাঞ্চল এক্সপ্রেস তৈরির পরে লখনউ-এর সঙ্গে সরাসরি জুড়ে দেওয়া হবে ৷ তিনি আরও দাবি করেছেন তাঁর সরকার মানুষের দরকারকে সবার আগে প্রাধান্য দিয়েছে ৷ মানুষ এবং তার সমস্যাই শেষ কথা সেখানে নেই কোনও জাতপাত বিচার নেই ভেদাভেদ ৷
এর পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের আজমগড়ে এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একধিক সরকারি যোজনার ঘোষণা করেছেন ৷ প্রধানত দেশের পূর্বাঞ্চলকে শক্তপোক্ত করতে পূর্বাঞ্চল এক্সপ্রেসের ঘোষণা করেছেন ৷ জনজীবনে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসের গুরুত্ব অপরিসীম বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷
তিনি আবার মনে করিয়ে দিয়েছেন সবকা বিকাশ সবকে সাথ মন্ত্রটি ৷ তিনি বলেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টিই সবাইকে চলতে পারে সবার হয়ে বলতে পারে ৷