শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতায় হবে দ্বিতীয় বিমানবন্দর

News Sundarban.com :
অক্টোবর ১, ২০১৮
news-image

দেশজুড়ে বিমানচালকের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা৷ কলকাতায় মন্ত্রী জানালেন, ছোট বিমানের জন্য দক্ষ চালকের অভাব রয়েছে৷ কলকাতায় দ্বিতীয় বিমানবন্দরের প্রয়োজনীয়তার কথাও জানালেন মন্ত্রী৷কলকাতায় আরও একটি বিমানবন্দর প্রয়োজন বলেও জানালেন মন্ত্রী৷ তিনি বলেন, ‘কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর প্রয়োজন৷ এর জন্য জমি দরকার ১ হাজার হেক্টর৷ জমির বিষয়ে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেবে৷ জমি পেলেই কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর তৈরি করা হবে৷’
সোমবার শহরে এক সাংবাদিক সম্মেলনে পাইলট ও বিমানবন্দর নিয়ে একগুচ্ছ প্রয়োজনীয়তার কথা বললেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী৷ তাঁর কথায়, ‘বাণিজ্যিক ভাবে সফল নয় ছোট বিমানবন্দর৷ তার কারণ, ছোট বিমানের দক্ষ চালকের অভাব রয়েছে৷’