শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে দুর্গাপূজোর খুঁটি পূজো

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৬, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং:

প্রত্যন্ত সুন্দরবনের প্রায় সমস্ত এলাকায় আম্ফান ঝড়ের দাপটে বিধ্বস্ত হয়েছিল গোটা সুন্দরবন এলাকা।আম্ফানের দাপটে বাড়ীঘর,গাছপালা ভেঙে তছনছ করে দিয়েছিল।এবার বর্তমানে করোনা ভাইরাসের ঝড়ে বিধ্বস্ত দেশ,রাজ্য তথা সমগ্র বিশ্ব।সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপূজো হবে কি হবে না এমন প্রশ্ন উঠতে শুরু করেছিল।

সেই সমস্ত উপেক্ষা করে শান্তির আহ্বানে দুর্গা পূজোর খুঁটি পূজোয় মেতে উঠলেন প্রত্যন্ত সুন্দরবনের সিংহদূয়ার ক্যানিংয়ের মানুষজন।শুক্রবার সকালে সুন্দরবনের ক্যানিং ১ ব্লকের সঞ্জয়পল্লিতে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর খুঁটি পুজো।ক্যানিং ১ ব্লকের মাতলা ১ গ্রামপঞ্চায়েতের সঞ্জয়পল্লি সর্ব্বজনীন দুর্গাপূজো কমিটির উদ্যোগে ৩১ তম বর্ষের খুঁটি পূজোয় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পূজো কমিটির সভাপতি হরেন ঘোড়ুই,সহসভাপতি লক্ষ্মীনারায়ণ পাল,কমলাকান্ত সাহা,শরৎ কর্মকার,দিপঙ্কর বিশ্বাস সহ অন্যান্যরা।

পূজোকমিটির সভাপতি হরেন ঘোড়ুই বলেন “বর্তমানে করোনা নিয়ে সমগ্র বিশ্ব উত্তাল।আমরা এই শরতে দুর্গাপূজোর খুঁটি পূজো কিংবা দেবী পূজোর মধ্যে দিয়ে বিশ্বে যাতে শান্তির বাতাবরণ হয় সেই কামনা করছি।”