মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গির দাপট, তিনটি ভ্রাম্যমাণ গাড়ি উদ্বোধন করেন কলকাতার মেয়র

News Sundarban.com :
আগস্ট ১৪, ২০২০
news-image

একদিকে করোনা দাপট ঠিক সেইসময় অন্যান্য বছরের মতো চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু। বিধাননগরে নগরায়ন দপ্তরের পক্ষ থেকে এবং নগরায়ন দফতরের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনটি ভ্রাম্যমাণ গাড়ি উদ্বোধন করেন উন্নয়ন ভবন থেকে। তিনি জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর ডেঙ্গির দাপট কিছুটা হলেও কম কারণ সাধারণ মানুষ অন্যান্য সময়ের তুলনায় কম বেরোচ্ছেন। ফলে চায়ের ভাঁড়, ডাবের খোলা কম রাস্তায় পড়ছে যার ফলে জল জমে ডেঙ্গু জীবাণু বৃদ্ধি হতে পারছে না।

কেন্দ্রের অন্তর্গত মোট তিনটি এলাকা অর্থাৎ দক্ষিণ কলকাতার চেতলা, উত্তর কলকাতার বউবাজার এবং আবাসন চিহ্নিতকরন করা হয়েছে। যেখানে এই প্রচার গাড়িগুলো যাবে এবং কর্মীরা ফক মেশিন দিয়ে স্প্রে করবে। এছাড়াও কলকাতা কর্পোরেশন বা বিধাননগর কর্পোরেশন নিজেদের মতো করে সচেতনতা এবং ব্লিচিং পাউডার ছড়ানো কাজ করে যাচ্ছে।