শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

News Sundarban.com :
সেপ্টেম্বর ২০, ২০১৯
news-image

আনুষ্ঠানিকভাবে আগামী মাসেই রাফাল যুদ্ধবিমান হাতে পাচ্ছে ভারতীয় বায়ুসেনা। বৃহস্পতিবার ওইসব যুদ্ধবিমান গ্রহণ করার ব্যপারে সম্মতি দিয়েছেন বায়ুসেনার উপপ্রধান ভি আর চৌধুরি। এরপর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যুদ্ধবিমানগুলি ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেবে রাফালের নির্মাতাসংস্থা দাঁসো।

কোনও যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে একটি প্রক্রিয়ার হয়। একে বলা হয় ‘অ্যাকসেপ্টেন্স’। এর অর্থ হল আমরা ওই বিমান গ্রহণ করতে চাই। সেটাই শেষ হয়েছে ১৯ সেপ্টেম্বর।

এবার এর পরবর্তি ধাপ হল আনুষ্ঠানিকভাবে ওইসব যুদ্ধবিমানগুলি গ্রহণ করা। আগামী ৮ অক্টোবর ফ্রান্সে হওয়া ওই অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও এয়ার চিফ মার্শাল।

উল্লেখ্য, ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। খরচ হচ্ছে ৫৯,০০০ কোটি টাকা। রাফালের প্রথম ব্যাচটি ভারতে আসবে আগামী বছর এপ্রিল-মে মাসে। ২০২২ সালে ৩৬টি যুদ্ধবিমানই ভারতের হাতে চলে আসবে। এর মধ্যে ২টি স্কোয়াড্রনকে রাখা হবে আম্বালা ও হাসিমারায়।