শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হেমতাবাদের বিধায়কের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে বাসন্তী থানায় বিক্ষোভ বিজেপির

News Sundarban.com :
জুলাই ১৬, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং –

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর সিবিআই তদন্তের দাবীতে বাসন্তী থানায় বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব।উল্লেখ্য বিধায়কের দেহ ময়না তদন্তের পর রিপোর্টে উল্লেখ করা হয়ে গলায় ফাঁস লেগেই তাঁর মৃত্যু হয়েছে।আর সেই মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে বাসন্তী থানায় বিক্ষোভ ধর্ণায় বসলো দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপি নেতৃত্ব।

বিজেপি’র অভিযোগ পুলিশ,সিআইডি সব রাজ্যের শাসকদল তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। সত্য ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে।বৃহষ্পতিবার সকালে বাসন্তী থানার সামনে পুণরায় সিবিআই ময়না তদন্তের দাবী জানিয়ে বিক্ষোভ ধর্ণায় বসেন বাসন্তী বিধানসভার পর্যবেক্ষক তথা দক্ষিণ ২৪ পরগনা পূর্বজেলা বিজেপি সম্পাদক সঞ্জয় কুমার নায়েক, বাসন্তী মন্ডল সভাপতি রমেশ মাঝি, নির্মল মন্ডল, কালিচরন নস্কর, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, সহসভাপতি মিঠুন দলূই সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

জেলা সম্পাদক সঞ্জয় নায়েক বলেন “হেমতাবাদের বিধায়কের মৃত্যুর ঘটনায় মিথ্যা তদন্ত রিপোর্ট পেশ করে রাজ্যের সাধারণ মানুষকে ধোকা দিতে চাইছে বর্তমান রাজ্য সরকার।সিবিআই তদন্ত হলে সত্য ঘটনা প্রকাশ পাবে। তাছাড়া রাজ্যের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অবিলম্বে রাষ্ট্রপতি শাসন দাবী করছি।”