বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কুলের বাইরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬০

News Sundarban.com :
মে ১০, ২০২১
news-image

আফগানিস্তানের রাজধানীতে শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত জনবহুল এলাকার একটি স্কুলের বাইরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে পৌঁছেছে। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই ওই স্কুলের ছাত্রী।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান সাংবাদিকদের বলেন, শনিবার সৈয়দ আল-শুহাদা স্কুলের সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে শিক্ষার্থীরা আতঙ্কে ছুটে বেরিয়ে আসে। এ সময় সেখানে আরও দু’টি বোমা বিস্ফোরিত হয়। তিনি বলেন, বিস্ফোরণে শতাধিক মানুষ আহত হয়। নিহতদের বেশিরভাগই ওই স্কুলের ছাত্রী।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও দেশটির কর্মকর্তারা তালেবানকে দায়ী মনে করছেন।

এ প্রসঙ্গে আরিয়ান বলেন, এই হামলার পেছনে তালেবানের হাত রয়েছে। তারা অতীতেও শিক্ষা প্রতিষ্ঠানে একই রকম হামলা চালিয়েছে। তবে তালেবান বিদ্রোহীরা এ ধরনের হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।