শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রেনের টিকিটে বিনামূল্যে ট্রাভেল ইনস্যুরেন্স পাওয়ার দিন এখন অতীত

News Sundarban.com :
সেপ্টেম্বর ১, ২০১৮
news-image

আজ, ১ সেপ্টেম্বর থেকে ভারতীয় রেলের বিনামূল্যে দেওয়া সার্ভিসে এবার আর ফ্রি-তে নয়, দিতে হবে টাকা ৷ IRCTC-র তরফে ই-টিকিট রিজার্ভেশনের সময় যে ট্র্যাভেল ইনস্যুরেন্স পরিষেবা বিনামূল্যে এতদিন দেওয়া হত ৷ এবার থেকে তাতে লাগবে টাকা ৷ তাই ট্রেনের টিকিটে বিনামূল্যে ট্রাভেল ইনস্যুরেন্স পাওয়ার দিন এখন অতীত ৷ এবার থেকে ট্রেনের টিকিট বুকিংয়ের সময় আগের তুলনায় এখন আপনাকে কিছুটা বেশি খরচ করতে হবে ৷
বিনামূল্যে ইনস্যুরেন্স পরিষেবা যখন উঠে গেল ৷ তখন এবার থেকে ট্রাভেল ইনস্যুরেন্স নিতে চাইলে আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে ৷ ভারতীয় রেলের এই সিদ্ধান্তে প্রভাবিত হতে চলেছেন দেশের কোটি কোটি যাত্রীরা ৷ আজ ১ সেপ্টেম্বর থেকেই ই-টিকিটে ফ্রি ট্রাভেল ইনস্যুরেন্সের পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷
রেলের টিকিটে ফ্রি ট্রাভেল ইনস্যুরেন্সের সুবিধা অবশ্য খুব বেশিদিনের নয় ৷ গত ১৭ ডিসেম্বর ২০১৭ সাল থেকে এই সুবিধা যাত্রীদের জন্য চালু করেছিল ভারতীয় রেল ৷ কয়েক মাস যেতে না যেতেই ফের নিয়মে পরিবর্তন ৷ টিকিট কাটার ক্ষেত্রে ডিজিটাল ট্রান্স্যাকশনকে প্রোমোট করার জন্যই এই সুবিধা ওই সময় চালু করেছিল রেল ৷ কিন্তু ট্রাভেল ইনস্যুরেন্স আর বিনামূল্যে নয় ৷ এবার থেকে যাত্রীদের এর জন্য গুণতে হবে অতিরিক্ত টাকা ৷ ট্রেনের সব শ্রেণীতেই ট্রাভেল ইনস্যুরেন্সের সুবিধা পাওয়া যায় ৷ কোনও দুর্ঘটনা ঘটলে যাত্রীরা সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত claim করতে পারেন ৷ ট্রেন দুর্ঘটনায় মৃত যাত্রীর পরিবার ১০ লক্ষ টাকা এবং পার্মানেন্ট বা পারশিয়াল ডিসেবিলিটির জন্য ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে থাকেন যাত্রী বা যাত্রীর পরিবার ৷ বিনামূল্যে ট্রাভেল ইনস্যুরেন্সের সুবিধা যখন বন্ধ, তখন এই পরিষেবার জন্য আজ, ১ সেপ্টেম্বর থেকে যাত্রীদের দিতে হবে টিকিট প্রতি ৯২ পয়সা ৷