শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রত্যন্ত সুন্দরবনে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ ডাকাত

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৬, ২০২০
news-image

ক্যানিং –আবার বড় ধরনের সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার অধিনস্থ ঝড়খালি উপকুল থানার পুলিশ ও বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা।মঙ্গলবার গভীর রাতে তল্লাশি অভিযান চালিয়ে ডাকাতির আগেই চারজন ডাকাত কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো পুলিশ।
সুত্রের খবর মঙ্গলবার রাতে প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালি কোষ্টাল থানার ঝড়খালি বাজার ঘাট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র সহ সাতজন ডাকাত জড়ো হয়। আর গোপন সুত্রে এমন খবর পেয়ে যায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাস।খবর পাওয়ার সাথে সাথেই স্পেশাল অপারেশান গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ ও ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায় ঝড়খালি বাজার ঘাট এলাকায়।গভীর রাতে তল্লাশি অভিযান চালিয়ে ৪জন দুষ্কৃতি সহ বিশাল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।যদিও রাতের অন্ধকারে তিনজন ডাকাত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। ধৃত ডাকাতরা হল সালাম সরদার,আমিরুল সরদার,মোবারক ওস্তাগার,মোহম্মদ আব্দুলা সরদার ওরফে আমিন। ধৃতদের কাছ থেকে দুটি লং পাইপগান,দুটি ওয়ান সাটার পাইপগান ও ১০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।পাশাপাশি পালিয়ে যাওয়া অন্যান্য ডাকাতদের ধরার জন্য এলাকায় চিরুনী তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।