শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শুরু হয়েছে অগ্ন্যুৎপাত,ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা

News Sundarban.com :
জানুয়ারি ২৩, ২০১৮
news-image

শুরু হয়েছে অগ্ন্যুৎপাত, ফিলিপাইনে মাউন্ট মেয়ন আগ্নেয়গিরি থেকে ৷ ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা৷ প্রশাসন আর্জি জানিয়েছে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার জ্ন্য ৷ লাভার স্রোত প্রায় ৭০০ মিটার ওপরে উঠে নির্গত হচ্ছে বলে জানা গিয়েছে৷ ছাই ও কালো ধোঁয়া উড়ছে প্রায় ৩ কিলোমিটার ওপরে৷ ফিলিপাইনের ইন্সটিটিউট অফ ভলক্যানোলজি জানাচ্ছে মধ্যাঞ্চলীয় প্রদেশ আলবে-তে এই আগ্নেয়গিরি থেকে লাভা এবং ছাইসহ ধোঁয়া বের হচ্ছে। এই পরিস্থিতিতে সেখানকার ৪০,০০০ বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আলবে প্রদেশের গভর্নর আল ফ্রান্সিস বিছারা বলছেন, ধোঁয়ার ফলে কোন কোন এলাকায় খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। পাশাপাশি ঐ এলাকায় ঝোড়ো বাতাস বইছে এবং আগ্নেয়গিরির ছাই দূরের শহরগুলিতে ছড়িয়ে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেছেন৷ ক্যাটাগরির ফোর মাত্রার সতর্কবার্তা জারি করেছে প্রশাসন৷ আগ্নেগিরি থেকে ৮ কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিপদসীমা ঘোষণা করা হয়েছে৷
মাউন্ট মেয়নের পাদদেশ পুরোপুরি লাভা ও ছাইয়ের তলায় ঢাকা৷ তবে হতাহতের কোনও খবর মেলেনি বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷ বিমান পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে৷ বেশ কিছু উড়ান বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হয়েছে প্রশাসন৷ ইতিমধ্যেই ৩০ হাজার মাস্ক বিলি করা হয়েছে৷ গৃহহীনদের মধ্যে বিলি করা হয়েছে চাল, শুকনো খাবার, ওষুধ, কাপড় ও পানীয় জল৷