শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাঁকিয়ে শীত পড়তেই সুন্দরবনে বিদেশি পর্যটকদের ভীড়

News Sundarban.com :
জানুয়ারি ২৩, ২০২০
news-image

ক্যানিং –বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন। আর এই সুন্দরবনের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের টানে প্রতিবছর দেশবিদেশের হাজার হাজার ভ্রমণ পিপাসু পর্যটকরা আসেন সুন্দরবন বড়াতে। ইদানিং এনআরসি,সিএএ নিয়ে হই হট্টগোল শুরু হওয়ায় সুন্দরবনের পর্যটকদের সংখ্যা ছিল অত্যন্ত নগন্য।আর পর্যটন মরশুমে পর্যটকদের সংখ্যা নগন্য হওয়ায় সুন্দরবনের আর্থসামাজিক ও অর্থনৈতিক দিকে প্রচুর ভাটা পড়ে।ইদানিং নতুন বছরের শুরুতেই কখনও শীত কমছে কখনও বা শীত বাড়ছে,পাশাপাশি দেশজুড়ে চলছে এনআরসি ঝড় ।সেই সব উপেক্ষা করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য আর সুন্দরবনের জলাজঙ্গলের প্রাকৃতিক মনোরম পরিবেশে আনন্দ উপভোগ করার জন্য ইংরাজী নতুন বছরের শুরুতেই বিদেশী পর্যটকরা সুন্দরবনে ভীড় জমাতে শুরু করেছেন। আর বিদেশী পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় বাড়তি রোজগার হবে বলে আশাবাদী পর্যটন মরশুমের পর্যটক ব্যবসায়ীরা।ফ্রান্স,ডেনমার্ক,হল্যান্ড,আমেরিকা থেকে এবছর প্রচুর ভ্রমণ পিপাসু পর্যটক এসেছেন এই সুন্দরবন এলাকায় বেড়াতে।বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়তে থাকায় আশার আলো দেখছেন পর্যটক ব্যবসায়ীরা।