শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানুষের নির্মাণ, মানুষের তৈরি

News Sundarban.com :
অক্টোবর ১৪, ২০২১
news-image

মানুষের নির্মাণ, মানুষের তৈরি
জোবায়ের মিলন

‘পৃথিবীতে ভালোবাসা ছাড়া
সব রঙ মানুষের নির্মাণ, মানুষের তৈরি।’
তর্ক জুড়ে দিতে পারো, লাঠি ও রডে দুভাগ করতে পারো কবির মাথা, করো।
তবু ভালোবাসার দীর্ঘ কোনো পঙতি পাবা না, কেউ পায় নাই।

নদী ভাগ হয়, বাঁক হয়
ভালোবাসা ভাগ করতে গেলে ভালোটাও যায়
বাসাটাও যায়, মরা বাদুরের একদলা গোস্ত
ডায়নিং টেবিলে শুয়ে থাকে পা ফাঁক করে; জলে
ভাগ হয় হয় না নশ্বরে। ভালোবাসা ও জল
দুই ভাই-বোন। এক মায়ের জঠর থেকে মিলিয়ে আসা।