শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামিকালই সংসদের উচ্চকক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার

News Sundarban.com :
ডিসেম্বর ১০, ২০১৯
news-image

 লোকসভার পর এবার পরীক্ষা রাজ্যসভায়। আগামিকালই সংসদের উচ্চকক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার মধ্যরাতে লোকসভায় পাস হয় এই বিল। নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলে ভারতের নাগরিকত্ব পাবেন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্থান থেকে ২০১৪ সাল পর্যন্ত এদেশে  আসা অমুসলিম উদ্বাস্তুরা।

সোমবার তুমুল হইহট্টগোলের মধ্যে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনভর বিতর্কের পর মধ্যরাতে হয় ভোটাভুটি। তাতে ৩১১টি ভোট পড়ে বিলের পক্ষে। বিপক্ষে পড়ে ৮০টি ভোট।

বিলের বিরোধিতায় ভোট দেয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি-সহ বিরোধী দলগুলি। সংখ্যার খেলায় রাজ্যসভাতেও বেশি বেগ পাওয়ার কথা নয় নাগরিকত্ব সংশোধনী বিলের। ১২৩টি ভোট পেলেই সংসদের উচ্চকক্ষে পাশ হয়ে যাবে এই বিল।

ওদিকে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হতেই উত্তেজনা ছড়িয়েছে অসমের একাধিক জেলায়। ত্রিপুরাতেও বিক্ষোভ দেখিয়েছেন জনজাতিভুক্ত মানুষ।