বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এনকাউন্টারে নিহত তিনজন জঙ্গি নয়, আসলে শ্রমিক

News Sundarban.com :
অক্টোবর ৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান। গুলির আওয়াজ এখানকার নিত্যসঙ্গী। জঙ্গী- সেনা সংঘর্ষ ঘটে চলেছে প্রায়ই। এর মাঝে পড়ে অনেক সময়ই প্রাণ হারান সাধারণ নাগরিক। জুলাই মাসের ১৮ তারিখ সেনার গুলিতে তিন নাগরিকের মৃত্যু হয়। শনিবার তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেনার পক্ষ থেকে জানানো হয়, উত্তর কাশ্মীরের বারামুল্লা থেকে তিনজনের দেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার রাজৌরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পরিবারের কাছে একটি আবেদন পত্র প্রেরণ করেন। ১৮ জুলাই ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয়েছে তিন নাগরিকের। সেনার দাবি ছিল ওরা জঙ্গি। কিন্তু ডিএনএ রিপোর্ট সত্যকে সামনে আনল। তিনজনের মৃতদেহের ছবি ভাইরাল হলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। ডিএনএ রিপোর্ট থেকে জানা যায়, এনকাউন্টারে নিহত তিনজন আসলে শ্রমিক।

পরিবারের সঙ্গে ডিএনএ পরীক্ষা করে তা মিলেছে। এরপরে তুমুল সমালোচনার মুখে পড়ে তদন্তের নির্দেশ দেয় ভারতীয় সেনা। তারপর জানায়, অভিযুক্ত যাওয়ার আফস্পা আইন লঙ্ঘন করেছে। ডিএনএ পরীক্ষার পর পরিবার দেহ দাবি করে। সেইমতো শনিবার তাদের দেহ তুলে দেয়া হয় পরিবারের হাতে।