শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১১ অক্টোবর রেডরোডে কার্নিভাল, এবারের থিম ‘রাঙা মাটির দেশ’

News Sundarban.com :
অক্টোবর ১০, ২০১৯
news-image

পুজো শেষ, বিসর্জনেও সুর বেজে গিয়েছে। এবার প্রস্তুতি পুজো কার্নিভালের। ১১ অক্টোবর , রেডরোডে কার্নিভাল। আর এবার থিমের ছোঁয়া সেখানেও। এবারের থিম ‘রাঙা মাটির দেশ’। মূলত বাঁকুড়া, বিষ্ণুপুরের পোড়া মাটির মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে কার্নিভালের মূল মঞ্চ।

সূত্রের খবর, এই কার্নিভালে অংশ নিচ্ছে মোট ৭৫ টি পুজো কমিটি। মূলত বিশ্ববাংলা শারদ সম্মান প্রাপক পুজো কমিটিগুলো এই কার্নিভালে অংশ নেবে। এবারের কার্নিভালে উপস্থিত থাকার জন‍্য আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লিস্থিত বিভিন্ন বিদেশী রাষ্ট্রদূতদের, উপস্থিত থাকবেন পর্যটকরাও। বাংলার পোড়ামাটির শিল্পকে দেশ বিদেশের বিভিন্ন স্তরে পৌঁছে দিতেই রাজ্যের এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

উল্লেখ্য আগের বছর এই কার্নিভালের থিম ছিল পুরনো জমিদার বাড়ি। সেই আদলেই সেজে ছিল কার্নিভালের মূল প্রাঙ্গন।