বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তর প্রদেশে এসটিএফ-এর গুলিতে নিহত মাফিয়া বিনোদ উপাধ্যায়

News Sundarban.com :
জানুয়ারি ৫, ২০২৪
news-image

অনেক দিন ধরেই কুখ্যাত মাফিয়া বিনোদ উপাধ্যায়কে খুঁজে বেড়াচ্ছিল উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। কিন্তু কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে সেই দুষ্কৃতীর হদিস পেতেই এনকাউন্টারে মারল উত্তর প্রদেশ পুলিশের এসটিএফ। নিহতের মাথার দাম ছিল এক লক্ষ টাকা।

বিনোদ উপাধ্যায়কে মাফিয়া ঘোষণা করেছিল গোরক্ষপুর পুলিশ। তার মাথার দাম রাখা হয়েছিল এক লক্ষ টাকা। শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ সুলতানপুর জেলায় এনকাউন্টার শুরু হয়, সেই এনকাউন্টারে জখম হয় বিনোদ, পরে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার মাঝরাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় গ্যাংস্টার বিনোদ সুলতানপুরে আশ্রয় নিয়েছে। সেই খবর পাওয়া মাত্রই এসটিএফের প্রধান দফতর থেকে ডেপুটি পুলিশ সুপার দীপক কুমার সিংয়ের নেতৃত্বে একটি দল সুলতানপুরের দেহাত কোতওয়ালি এলাকায় যায়। যে বাড়িতে বিনোদ আত্মগোপন করে ছিল, সেই বাড়ি ঘিরে ফেলে পুলিশ। এক পুলিশ আধিকারিকের দাবি, চার দিক থেকে ঘিরে ফেলায় বেকায়দায় পড়ে যায় বিনোদ। তখন পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে শুক্রবার ভোররাত পর্যন্ত গুলির লড়াই চলে। পুলিশ জানিয়েছে, সেই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে বিনোদের।