সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পুজোর মুখে আসানসোলে ফের গুলি,ঘটনায় আতঙ্ক ছড়াল কুলটি থানার চিনাকুড়ি এলাকায়

News Sundarban.com :
অক্টোবর ৩, ২০১৯
news-image

পুজোর মুখে আসানসোলে ফের গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়াল কুলটি থানার চিনাকুড়ি এলাকায়। বুধবার রাত আটটা নাগাদ চিনাকুড়িতে ১/২ নম্বরে দুর্গাপুজো উপলক্ষ্যে মেলা বসে। মেলার মাঠ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুলি চালাল দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাত আটটা নাগাদ তিনজন দুষ্কৃতী একটি বাইকে চেপে এসে ইসিএল কর্মী রামাশীষ যাদবের খোঁজ করে। মেলার মাঠে খোঁজ না পেয়ে তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। সেই সময় তিনি বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী দরজা খোলেন নি। এরপর বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু তা না পেরে শেষপর্যন্ত  শূন্যে এক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

কুলটি বিধানসভা এলাকার বড় পুজোগুলির মধ্যে অন্যতম চিনাকুড়ির পুজো। জাঁকজমক করে মেলা বসে পুজোর সময়। কিন্তু পুজোর মুখে এই ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।