শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদীকে সামনে রেখেই মহাযুদ্ধে নামবে তৃণমূল

News Sundarban.com :
অক্টোবর ৩০, ২০১৮
news-image

বিজেপি সরকারকে চাপে ফেলতে তৃণমূলের তুরুপের তাস হতে চলেছেন নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। তাঁকে সামনে রেখেই মহাযুদ্ধে নামবে তৃণমূল। সোমবার কলকাতার এক অনুষ্ঠান থেকেই এই অস্ত্র হাতে পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই পরিকল্পনা প্রস্তুত করতে চলেছেন তাঁরা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই বর্তমানে রেশন ডিলারের সর্বভারতীয় সংগঠনের সহ সভাপতি। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন নামে ওই সংস্থার উদ্যোগে কলকাতায় এক অনুষ্ঠানে প্রহ্লাদ মোদী বলেন, দেশের রেশন ব্যবস্থাকে লাটে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের মোদী সরকার।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন আবার সরাসরিই কেন্দ্র বিরোধী আন্দোলনে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও আসরে নেমেছেন। বিজেপিকে একহাত নিয়ে তিনি আন্দোলনের বার্তা দিয়েছেন সংস্থার উদ্দেশ্যে। নেতাজি ইন্ডোরে জাতীয় আলোচনা সভার আয়োজন করতে পরামর্শ দিয়েছেন সংস্থাকে। মোদীর ভাইকে সামনে রেখে আন্দোলনের রূপরেখা তৈরি করার কথা জানান তিনি।প্রধানমন্ত্রীর ভাইয়ের মুখে কেন্দ্রের এমন সমালোচনা শুনে কেউ কি আর হাত গুটিয়ে বসে থাকতে পারে। তৃণমূল এতবড় অস্ত্র হাতে নিয়ে বসে থাকবে না, তা স্পষ্ট। মোদীর ভাইয়ের ওই ভাষ্যকেউ তুলে ধরা হচ্ছে মোদী বিরোধী লড়াইয়ে। তৃণমূল চাইছে প্রহ্লাদকে সামনে রেখে কেন্দ্র-বিরোধী আন্দোলনকে জোরদার করতে।
ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসু ঘোষণা করেন, মোদী সরকারকে হটাতে সরাসরি প্রচারে নামবেন তাঁরা। সারা দেশে ছড়িয়ে রয়েছেন তাঁদের সংস্থার সদস্যরা। লোকসভা ভোটে তাঁরা তৃণমূলকেই সমর্থন দেবেন। কারণ খাদ্যসাথী প্রকল্প চালু করে রাজ্যের রেশন ব্যবস্থাকে চাঙ্গা রেখেছে তৃণমূল সরকার। রেশ ডিলারদের পরিত্রাতা হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী থেকে কেন্দ্রের বিরুদ্ধে ঝড় তুলবেন তাঁরা। এই সভায় উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদীও। এখানেই শেষ নয়, মোদী সরকারের বিরুদ্ধে প্রতার চালানো হবে অন্য রাজ্যে গিয়েও। তেমনই রূপরেখা তৈরি হয়েছে। আন্দোলন হবে রাজধানী দিল্লিতেও।অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গণ-সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে খাদ্যসাথী প্রকল্প চালু করে রেশন ব্যবস্থাকে নবজীবন দিয়েছেন। রেশ ডিলারদের পরিত্রাতা হয়েছেন। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান।সাংসদ সৌগত রায় আবার সংস্থার উদ্দেশ্য জানিয়েছেন, লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন দিল্লিতে ধরনার বন্দোবস্ত করতে। সেই ধরনায় প্রহ্লাদ মোদীকে হাজির করার পরামর্শ দিয়েছেন তিনি। সেটা হলে সকলের দৃষ্টি আকর্ষণ করা যাবে।