শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি রঞ্জন গগৈ হতে চলেছেন

News Sundarban.com :
সেপ্টেম্বর ১, ২০১৮
news-image

রঞ্জন গগৈ হতে চলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি। তাঁর নাম সুপারিশ করলেন বর্তমান মুখ্য বিচারপতি দীপক মিশ্র। কেন্দ্রের কাছে নিজের সুপারিশের কথা জানিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এবছরের শুরুতে বিচারপতি মিশ্রর বিরুদ্ধে যে চারজন বিচারপতি বিদ্রোহ ঘোষণা করেছিলেন তার মধ্যে একজন ছিলেন রঞ্জন গগৈ। সুপ্রিম কোর্টের পরিচালন নিয়ে প্রশ্ন তুলে মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে আক্রমণ শানিয়েছিলেন তাঁরা। সেই দলে বাকী তিনজন হলেন বিচারপতি জে চেলারামেশ্বর, এমবি লোকুর ও কুরিয়েন জোসেফ।

প্রথা মেনে কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ গত মাসে চিঠি লিখে মুখ্য বিচারপতির কাছে নাম সুপারিশ করার আহ্বান জানান। সেই প্রেক্ষিতেই চিঠি দিয়ে নিজের সুপারিশের কথা দীপক মিশ্র জানিয়েছেন।অবসরের আগে মুখ্য বিচারপতি পদে যিনি থাকেন তিনি তাঁর উত্তরসুরীর নাম কেন্দ্র সরকারের কাছে সুপারিশ করে দিয়ে যান। এটাই প্রথা। আগামী ২ অক্টোবর বিচারপতি দীপক মিশ্র অবসর নেবেন। তাঁর আগে বিচারপতি গগৈ এর নাম সুপারিশ করে দিলেন তিনি। এই সুপারিশ গৃহীত হলে আগামী ২ অক্টোবর রঞ্জন গগৈ মুখ্য বিচারপতি পদে শপথ নেবেন। ২০১৯ সালের ১৭ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা।