বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চায়েত নির্বাচনে বুথকে আরও শক্তিশালি করতে হবে

News Sundarban.com :
মার্চ ৫, ২০১৮
news-image

ত্রিপুরার পর এবার পশ্চিম বাংলা৷ এখানেই শেষ লড়াইটা হবে৷ আর সেই লড়াইয়ে বিজেপি জিতবে৷ রবিবার ডায়মন্ড হারবারের একটি প্রেক্ষাগৃহে দলের কার্যকর্তা সম্মেলনে যোগ দেওয়ার পথে সংবাদমাধ্যমকে এ কথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ পাশাপাশি তিনি ডায়মন্ড হারবার সরিষাহাটের গুলিকান্ডে এসএসবি কমাড্যান্ট দীপককুমার সিং ও এসএসবি জওয়ান অমিতাভ প্রামানিককে গ্রেপ্তারের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেন৷ আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে চাঙ্গা করতে এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার পশ্চিম ভাগের ৫৩টি মণ্ডলের কার্যকর্তাদের নিয়ে এই সম্মেলন হয়৷ বৈঠকে জেলার সভাপতি অভিজিত্ দাস, সুফল ঘাটু সহ মণ্ডলের কার্যকর্তারা উপস্থিত ছিলেন৷ প্রায় হাজারের বেশী কার্যকর্তা এদিনের সম্মেলনে যোগ দেন৷ দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে দিলীপবাবু বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে বুথকে আরও শক্তিশালি করতে হবে৷ শাসকদলের লাগাতার সন্ত্রাস উপেক্ষা করেও মানুষ বিজেপিতে যোগ দিচ্ছে৷ তার ফলে বুথ কমিটি আগের চাইতে আরও শক্তিশালী হয়েছে৷