শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ছে ডুয়ার্সের জঙ্গলে সব সাফারির ফি

News Sundarban.com :
আগস্ট ২৭, ২০১৮
news-image

আগামী ১৬ সেপ্টেম্বর জঙ্গল খুলছে। সেদিন থেকেই বনদপ্তরের বর্ধিত নয়া রেট লাগু হচ্ছে, অর্থাৎ ডুয়ার্সের জঙ্গলে সব সাফারির ফি বাড়ানো হল।নতুন ফি সংক্রান্ত নির্দেশিকা ডিএফও’দের দপ্তরে এসে পৌঁছেছে। জঙ্গলে হাতি এবং কার সাফারি সহ গাইড চার্জ, এন্ট্রি ফি বাড়াল বনদপ্তর। হাতি সাফারিতে ২০০ টাকা, কার সাফারিতে ৫০ টাকা বাড়লেও গাইডদের ফি বেড়েছে মাত্র ১৫ টাকা। এনিয়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করেছেন। বনদপ্তরের এই ফি বৃদ্ধির কারণে জলদাপাড়া, বক্সা ও চিলাপাতার ট্যুর অপারেটরাও অসন্তুষ্ট। তাঁদের দাবি, এতে আসন্ন পর্যটন মরশুমে প্রভাব পড়বে। পর্যটন ব্যবসায়ীরা এব্যাপারে তাদের আপত্তির কথা বনদপ্তরকে জানিয়েছে। যদিও বনদপ্তর জানিয়েছে, একতরফাভাবে এই ফি বৃদ্ধি করা হয়নি। সবদিকে খতিয়ে দেখেই রেট বাড়ানো হয়েছে। রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, আমরা হঠাৎ করে রেট বৃদ্ধি করিনি। পরিষেবার সঙ্গে সঙ্গতি রেখেই প্রতিটি ক্ষেত্রে ফি বাড়ানো হয়েছে। আশা করব, এবিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা আমরা পাব।জয়ন্তী গাইড ট্যুরিস্ট ইউনিয়নের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখর ভট্টাচার্য বলেন, বনদপ্তর নিজেদের আয় বাড়ানোর জন্য ফি বাড়ালেও গাইডদের জন্য মাত্র ১৫ টাকা বাড়িয়েছে। এটা খুবই হাস্যকর। আমরা এনিয়ে প্রতিবাদ জানাব।